টি এম সি, উন্নতির নাম,
কাজে কাজে ছড়ায় সুনাম।
জনতার জন্য সেবা করে,
স্বপ্ন দেখে ঘরে ঘরে।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কাজ,
টি এম সি দেয় নতুন সাজ।
মানুষ আগে, কথা ঠিক,
প্রতিশ্রুতি রাখে অটুট দৃঢ়।
সবাই মিলে হাত বাড়ায়,
উন্নয়নের পথে হাঁটায়।
টি এম সি-র জয়গান গাই,
আলোর পথে এগিয়ে যাই।
~ মাসুদ রানা