প্রতিটি প্রহর যেন মৃত্যুর খেলা।
বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে মাটি,
শিশুরা ছিটকে পড়ে মায়ের কোল করে ফাঁকি।
পাখির মতো উড়ে যায় নিষ্পাপ প্রাণ,
গুঁড়িয়ে যায় ঘর, নিভে যায় জান।
রক্ত মাখা জামা, ভাঙ্গা খেলনা,
দেখে কি কাঁদে না সারা দুনিয়া?
~ মাসুদ রানা