বউয়ের জ্বালা, বুঝিস না ভাই,
সকাল থেকে শোনাই চাই চাই।
চা বানাও, বালিশ আনো,
তুলে দাও তো ওখান থেকে কাপড় গুলো।
শপিং মলে যায় যে বউ,
কেনে আনে হাজার দৌড়।
"অমুকটা নেই, তমুকটা চাই,"
বউয়ের কথায় ঘুমও নাই।
কথায় কথায় রাগের ঝড়,
"তোমার কাজ নেই, শুধু পড়ো দর!"
তবু বউ ছাড়া জীবন ফাঁকা,
জ্বালা হলেও ভালোবাসি তাকে একদম পাকা।
~ মাসুদ রানা