একলা পথে হাঁটি আমি, কেহ পাশে নাই,
বাতাস শুধু কান্না শুনে, সঙ্গী আর কেউ নাই।
হারিয়ে গেছো তুমি কোথায়, ডাকেও আসো না,
শূন্য মনে স্মৃতির ছায়া, আর কিছুই বাঁচে না।
বন্ধু আমার রাতের আকাশ,
ওই ঘরেতো আমার বসবাস।
তোমার ছোঁয়া, তোমার জোছনা,
এখন আর কিছুই জাগে না।
আঁধার রাতে খুঁজি তোমায়, আলো দেখি না,
তারারা সব হাসে আমায়, ব্যথা বোঝে না।
শত ব্যথার জোনাক জ্বলে, বুকের গভীরে,
তবু তুমি ফিরলে না আর, পড়লে না মনে!
বন্ধু আমার রাতের আকাশ,
ওই ঘরেতো আমার বসবাস।
তোমার ছোঁয়া, তোমার জোছনা,
এখন আর কিছুই জাগে না।
শেষ বিকেলে রোদ মরে যায়, ছায়া পড়ে ঝিম,
আমার রাতের নীড়ও যে শূন্য, নেই তুমিহীন।
বিবেক ডাকে, বোঝাই নিজেকে,
একলা জীবন সুখের হয়!
বন্ধু, একলা জীবন সুখের হয়…
~ মাসুদ রানা