পথের শেষে আপন কেহ নাই,
ডাকি বন্ধুরে, সাড়া মেলে নাই।
জীবন নদীর স্রোতে ভাসিয়া,
কূল পাবো কবে, জানা তো নাই।
মন রে তুই কাঁদিস কিসের আশায়,
যে জন গেল, সে কি আর আসায়?
ফুল ঝরিলে গন্ধ কি থাকে,
চোখের জলে সে কি ফিরে চায়?
ওরে নিঠুর দুনিয়া, কাঁদাইয়া গেলি,
প্রেমের বানী সব ভুলাইয়া দিলি।
আপন জন যে পর হলো,
পথের মাঝে ফেলে রইলো।
আলো যে ছিল, আঁধারে মিশে গেল,
ভালবাসা ছিল, ব্যথায় রয়ে গেল।
তারে আমি রাখলাম বুকে,
সে কি রাখলো আমায় চোখে?
দিনের শেষে রাত যে নিঝুম,
তারারা আমায় ডাকে ঘুম।
তবু মনে একটাই সুর,
বন্ধু ছাড়া কিছুই যে সুন!
~ মাসুদ রানা