আছি আমি তোমার কাছে,
তুমি নেই আমার পাশে।
চলে গেছ বহুদূরে,
তবু স্মৃতি থাকে ঘিরে।
রাতের আঁধার বুকের মাঝে,
বসে আছি নির্জন সাজে।
খোলা আকাশের নিচে চেয়ে,
তোমায় দেখি তারা হয়ে।
মিট মিট করে জ্বলে আলো,
তোমার স্মৃতি দেয় আমায় ভালো।
তোমার ছোঁয়া নেই এই হাতে,
তবু হৃদয় রাখি তোমার সাথে।
দূরত্ব যতই হোক গভীর,
তোমার জন্যই আমার তীর।
তুমি জ্বলবে, মিট মিট করে,
আমার রাত জুড়ে, চিরতরে।