স্বপ্নে বাঁধি জীবন ডালি।
মাসের শেষে ই এম এই,
বিলের চাপেই লাগে ভ্রম।
কি যে করি, ভেবে মরি,
চিন্তার ঢেউ মনকেই হরি।
টাকার পাওনাই, শূন্য হাত,
স্বপ্নগুলো ভাঙে রাত।
রাতে ঘুম নেই চোখের পাতা,
অন্ধকারে খুঁজি আশার কথা।
তবু চলি, তবু বাঁচি,
আলো খুঁজি অন্ধকার পাখি।
জীবন এমনই, কাঁটার পথ,
তবু আশায় রাখি নতুন রথ।
আমি বাঙালি, স্বপ্ন জাগাই,
কষ্ট হলেও লড়ব লড়াই।
~ মাসুদ রানা