সবজির রঙিন ছোট্ট রানি।
গাছের ডালে ঝুলে থাকে,
রোদের ছোঁয়ায় হাসি ফোটে।
পাতে এলে রূপের বাহার,
স্বাদে ভরায় ঘরের আহার।
কারি, চাটনি, সালাডে মেশে,
টমেটোর ছোঁয়ায় মনও হেসে।
ভিটামিনে ভরা ছোট্ট এই ফল,
শরীরে আনে গুণের জল।
টমেটো তুমি সবার প্রিয়,
তোমায় ছাড়া রান্না বিরিয়ানিতে আলুর মতো ।