প্রেমে পড়া বারণ

2000mrstudio
0


প্রেমে পড়া বারণ, বলল মা-বাবা,
তবু কেন মন চায় খুঁজতে সাথের ছড়া?
পড়াশোনা কর, ভবিষ্যৎ গড়,
তবে কেন হৃদয় বাজায় প্রেমেরই সুর?

চোখে চোখে কথা, মনের ভেতর ঝড়,
বারণ শুনেও কেন লাগে ভালো তার ঘর?
বন্ধুরা বলে, "ভুল করিস না ভাই,"
তবু মন টানে, তাকে দেখতে চাই।

প্রেমে পড়া বারণ, তবু হৃদয় যে বোঝে না,
কীভাবে বলি মনের কথা, এ ভাবনা যায় না।
যদি একদিন বুঝতে পারে, আমিও তার আপন,
তাহলে কি থাকবে বারণ, ভাঙবে সেই আইন?


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !