(কোর্কাস)
এ যে সময়, যত্নে কাটাও,
মাধ্যমিকের দিন, তোমরা হারানো না।
প্রতিটি পাতা, প্রতিটি কথা,
চেষ্টা করলে পৌঁছাবে, সাফল্যের সাথা।
(কোরাস)
পড়া, লেখা, দিনের আছর,
চলবে সব কিছু, সঠিক পথে এবার।
মাধ্যমিক পরীক্ষার দিন,
স্বপ্নের পথে যেতে চাই আমরা, সঙ্গী তুমি!
(ব্রিজ)
তোমার চোখে আজকের স্বপ্ন,
সাফল্যের জোয়ারে ভাসবে তুমি।
চেষ্টা ছাড়বে না, হাল ছাড়বে না,
কঠিন সময়েও পারবে তুমি, স্বপ্নের দিশায়।
(কোর্কাস)
এ যে সময়, যত্নে কাটাও,
মাধ্যমিকের দিন, তোমরা হারানো না।
প্রতিটি পাতা, প্রতিটি কথা,
চেষ্টা করলে পৌঁছাবে, সাফল্যের সাথা।
(আউট্রো)
তুমি যদি বিশ্বাস করো,
স্বপ্ন হবে সত্যি।
মাধ্যমিক পরীক্ষার দিন,
জয় হবে তোমার, এই পৃথিবী!