সন্ধ্যার আলো ম্লান হয়ে যায়,
আকাশজুড়ে চাঁদ হাসি ছড়ায়।
পাখিরা ফিরে নীড়ে আপন,
দিনের গল্প শেষ হয় তখন।
নদীর ঢেউ গেয়ে যায় গান,
জোৎস্নার চাদর ভরে দেয় প্রাণ।
গাছের পাতায় দোলা লেগে,
স্নিগ্ধতা ছুঁয়ে যায় মন ভেজে।
এই সন্ধ্যায় প্রার্থনা করি,
তোমার পথ হোক সুখে ভরি।
শান্তি, প্রেম আর হাসির সুর,
জুড়ে থাকুক জীবনের পুর।